সোহেল আহমেদ, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জ মাদকদ্রব্যে স্বর্গের রাজ্যে পরিণত হয়েছে। যৌথবাহিনী অফিসার চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৩৫) নামের পেশাদারী মাদক এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত কাশিপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টার পর উপজেলার কাশিপুর গ্রামে মিজানুর রহমানের বাড়ি অভিযান চালিয়ে তার উঠান থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ ঘোষ বাদি হয়ে গ্রেফতারকৃত মিজানুর রহমান এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আদালতে প্রেরন করা হবে । উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করা হয় এবং কোর্টে মামলা চলমান আছে বলে থানা সূত্রে জানা গেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত