সোহেল আহমেদ, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে এন,জি,ও দাদন ব্যবসায়ীদের ঋনের জালে জড়িয়ে হাজার হাজার পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। সামাজিক অর্থনৈতিক উন্নয়নের নামে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় এন,জি,ও গুলোর হাতে সামাজিক উন্নয়ন কর্মকান্ড, বয়স্ক শিক্ষা, গন শিক্ষা, শিশু শিক্ষা, বনায়ন, ছাগল, হাঁস-মুরগী পালন, নার্সারী, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ সহ বিভিন্ন কর্মসূচী থাকলে ও মূলত সূদের ব্যবসা তাদের প্রধান কাজ। প্রথম পর্যায়ে এন,জি, ওর কর্মীরা সহজ শর্তে ঋন দেয়ার আশ^াস দিয়ে দরিদ্র পরিবারের মহিলাদের কে আকৃষ্ট করে থাকে। মহিলাদেরকে সমিতির সদস্য বানিয়ে তাদেরকে প্রথমে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋন দেওয়া হয়। তারা সদস্যদের হাঁস-মুরগী পালন অথবা গরু-ছাগল পালনের জন্য ঋন ফরমে স্বাক্ষর করালেও আদৌ তা বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকী করে দেখে না। অপর দিকে এন, জি, ওর নিয়ম অনুয়ায়ী ঋনের টাকা খাটিয়ে তার আয় থেকে কিস্তির টাকা আদায় করার কথা থাকলেও ঋন প্রদানের পরের সপ্তাহ থেকে কিস্তির টাকা আদায় করে থাকে। এ ঋনের সূদের হার ব্যাংকের চেয়ে কয়েক গুন বেশি।
গ্রামের হতদরিদ্র মহিলারা জানায়, প্রতি সপ্তাহে কিস্তির টাকা শোধ করতে ব্যর্থ হলে এন, জি ,ওর কর্মীদের অশালীন ভাষায় গালি গালাজ সহ সংসারের আসবাব পত্র থেকে শুরু করে হাঁস-মুরগী, গরু-ছাগল এমন কি ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে টানা টানি শুরু করে দেয়। এ অবস্থায় এক সংস্থার ঋনের টাকা পরিশোধ করতে একাধিক এন, জি, ওর ঋনের জালে আটকা পড়ছে সাধারন নিরিহ মানুষ।
অপর দিকে কিছু অসাধু দাদন ব্যবসায়ীরা শতকরা ২৫ টাকা হারে প্রকাশ্যে সূদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। মহাজনরা ঋনের টাকা আদায় করতে না পারলে গ্রহীতাদের ভিটা বাড়ি পর্যন্ত লেখা পড়া করে নিচ্ছে।
কালীগঞ্জে ঋনের জালে জড়িয়ে সর্বশান্ত হাজার হাজার পরিবার
Leave a comment