
কালিগঞ্জ প্রতিনিধি : জনকল্যাণ সংস্থার আয়োজনে ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় সরকারি সেবায় সুপেয় পানি নিশ্চিতকরণের সামাজিক আন্দোলনের লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ডা: শরিফুল ইসলাম, শেখ মোদাচ্ছেদ হোসেন জান্টু, মোঃ মারুফ হাসান, শেখ শোয়েব আহম্মেদ, মোঃ শামীমুল ইসলাম সজীব, আসিফ রহমান রানা, বিল্লাল হোসেন প্রমুখ।