কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালিগঞ্জ পিরোজপুর ও একতারপুর মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল রবিবার বিকাল ৩ টায় স্থানীয় বিএনপি ও এলাকার বাসীর উদ্যোগে পিরোজপুর ও একতারপুর মাঠে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে ২০ জন প্রতিযোগী তাদের গরু গাড়ি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।বিপুল সংখ্যক নারী-পুরুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রত্যাশী প্রার্থী সাইফুর ইসলাম ফিরোজ।
কালীগঞ্জে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment