সোহেল আহমেদ, (কালিগঞ্জ) ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে ইদানিং গরু চুরির হিরিক পড়েছে। প্রতি রাতে কোন না কোন গ্রামে গরু চুরি হচ্ছে। গত বুধবার দিনগত রাত তিনটার দিকে কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের তরিকুল ইসলামের গরুর ঘরের দরজার তালা কেটে দুধের ২টি গাভী গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা । গরুর মালিক ভোরবেলায় গরুর খাবার দিতে যেয়ে দেখতে পায়, তার দুধের দুটি গাভী গরু গোয়ালে নেই । এ সময় বাড়ির লোকজন আশেপাশে, মাঠে ও বিভিন্ন রাস্তায় মোটরসাইকেল যোগে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন । গাভী দুটির আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা বলে তরিকুল ইসলাম জানায় । আইন শৃঙ্খলা অবনতির কারণে ইদানিং চুরি ডাকাতি ছিনতাই এর মত ঘটনা প্রতি রাতে কোন না কোন এলাকায় ঘটছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে ফোনে কথা বললে তিনি জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।