সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চিংড়ি পরে পুড়িয়ে নষ্ট করা হয়। অমিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে অভিযুক্ত নজরুল ইসলামকে জরিমানা করা হয়েছে।” অভিযানে কালিগঞ্জ থানার এসআই সমির গাইনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত