
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ কালীগঞ্জ শহরের বেজপাড়া গ্রামে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এসে ডাকাতদলের ৩ জনকে আটক করে। সোমবার রাত সাড়ে ৮ টারদিকে ৮/১০ জনের ডাকাত সদস্যরা বেজপাড়া আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে প্রায় ৫ লক্ষাধিক টাকার স্বর্ণের চেইন, কানের দুল,নেকলেস ও আংটি নিয়ে পাীলয়ে যায়। এসময় বাড়ির লোকজন ডাকাত বলে চিতকার করলে গ্রামবাসি তাদের ধাওয়া করলে ৩ জন ধোরে মারপিট করে।আটককৃত ডাকাত সদস্যরা হলো শাহাবুর মন্ডল, রানা হোসেন ও তুষার আহাম্মেদ সাকিবকে আটক করেন। ডাকাত দলের সদস্যদের মধ্যে তুষার আহাম্মেদ সাকিব এবার এস.এস.সি পরীক্ষা দিয়ে ফেল করেছে ও রানা হোসেন মালয়েশিয়া গিয়ে ফেরত এসেছে।আটককৃত ডাকাতরা বলেন,ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রোকনের নেতৃত্বে হরিনাকুন্ডু উপজেলার আবুল হোসেনের ছেলে শাহাবুর মন্ডল একই উপজেলার বৈঠাপাড়া গ্রামের মহিউদ্দিন সর্দারের ছেলে রানা হোসেন,সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের ওবায়দুল মন্ডলের ছেলে তুষার আহাম্মেদ সাকিবএকই গ্রামের মিজানুর রহমানের ছেলে তৌহিদ হোসেন,মহামায়া গ্রামের কুরবান আলী, গ্রামের তরিকুল ইসলামসহ ৮/১০ জন ডাকাতির কাজে অংশ নেয়। এদর মধ্যে ৩ জন কেে আটক করেছে গ্রামবাসি।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ৩ জন কে গ্রামবাসি অপাটক করেছে এবং াণ্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।