সোহেল আহমেদ, কালিগঞ্জ : ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাতে প্রায় দেড় বছর যাবত সাব রেজিস্টারের পদ খালি। একজন সাব রেজিস্টারকে পোস্টিং দিলেও তিনি যোগদান করছে না। মাসে ২/৩ দিন অন্য উপজেলার সাব রেজিস্টার দিয়ে কোনরকম জমি রেজিস্টির কাজ চালানো হচ্ছে। এতে জনসাধারণের ভোগান্তি চরমে উঠছে। সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। খালকুলা গ্রামের লিয়াকত আলী অভিযোগ করেন যে ছুটি নিয়ে ঢাকা থেকে সে কালিগঞ্জে এসে জানতে পারেন আগামী বুধবার সাব রেজিস্টার আসবেনা। সে জানায় বেসরকারি চাকরিতে ছুটি পাওয়া খুবই কষ্টকর। তারপরও অর্থ খরচ করে কালীগঞ্জে এসে জানতে পারেন আগামী বুধবার জমি রেস্ট্রি হবে না এটা তার চরম ভোগান্তি নাম প্রকাশে অনিচ্ছু একজন দলিল লেখক অভিযোগে বলেন, দলিল লেখক সমিতির দুর ব্যবহার, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের চাঁদাবাজির কারণে এই উপজেলাতে কোন রেজিস্টার আসতে চাই না। এ ব্যাপারে জেলা রেজিস্টার কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।