
যশোর অফিস : ঝিনাইদহের কালীগঞ্জে লিখন হোসেন (৪২) নামে এক পাট ব্যবসায়ীকে এলোপাাতাড়ি কুপিয়ে করে টাকা পয়সা লুটপাট করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ উঠেছে। তিনি হাজীপুর মুনদে গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্যার ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত লিখন জানান, তিনি পাটের ব্যবসা করেন। কালীগঞ্জ আকবর মার্কেটের দ্বিতীয় তলায় তার ব্যবসায়ীক অফিস রয়েছে। শুক্রবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। পতিমধ্যে বাড়ির অদূরে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী শিল্পি তাকে গতিরোধ করে। কথাকাটাকাটির এক পর্যায় শিল্পির নেতৃত্বে হাবিবুরসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে এলোপাতাড়ি কুটিয়ে জখম করে কাছে করে পালিয়ে যায়। আহতের দাবি, তার কাছে ব্যবসা প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিলো। ওই টাকা লুট করে নিয়েছে সন্ত্রাসীরা।
জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, আহতের দু’হাত ও দু’পায়ে কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।