জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে মোবারকগঞ্জ রেলগেট থেকে ১১৮৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদক উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী বাবুল (৩০) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার যদুপুর গ্রামের মৃত জহর আলী দেওয়ানের ছেলে। জানা যায়, ট্রাকটিকে সিগন্যাল দেওয়া মাত্রই ট্রাকটি বন্ধ করে কৌশলে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর আসামির ভাষ্যমতে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের পেছনের বডির মধ্য থেকে ত্রিপল দিয়ে ঢাকা ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় ভরা ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, র্যাবের একটি দল মাদক উদ্ধার করে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকদ্রব্য থানায় জমা দিয়ে গেছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত