সোহেল আহমেদ, কালিগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ ৪ আসনের কোলা ও জামাল ইউনিয়ন বিএন পির যৌথ উদ্যোগে কোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সভা। কোলা বিএনপির সভাপতি রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও ঝিনাইদহের আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির থানা কমিটির অন্যতম নেতা কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা ইলিয়াস হোসেন মিঠু। উল্লেখিত দুইটি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক সহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সম্প্রীতি সভায় উপস্থিত হয়েছিল।