সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দাদপুর গ্রামে বাড়ির পাশে বোরো ধানের জমিতে বৈদ্যুতিক সেচ মোটর থেকে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আব্দুস সামাদ পাড় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কৃষক আব্দুস সামাদ পাড় একই এলাকার মৃত ছহিলউদ্দিন পাড়ের ছেলে।
কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক ফরহাদ হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার সময় বাড়ির ধান খেতে পানি দিতে যায় আব্দুস সামাদ।এসময় বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে অসাবধান বসত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে ঘটনাটি পুলিশকে জানায়। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত