জন্মভূমি রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজার সংলগ্ন স্থান থেকে কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ অভিমুখ পর্যন্ত এলজিইডির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া বাজার থেকে কাজী আলাউদ্দীন কলেজ পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজে সরকারি ১ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্ধ হয়। কিন্তু এ বরাদ্ধকৃত অর্থে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের চিত্র দেখা যায়। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শ্যামল ফেরদৌস নামমাত্র বিটুমিন দিয়ে রাস্তার কার্পেটিং কাজ সমাপ্ত করার পায়তারা চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। পাশাপাশি তারা আরো বলেন, এখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে । রাস্তাটিতে আমা, ঝামা ইটের ব্যবহারে ইতোপূর্বে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে নির্মাণ কাজ থেমে যায়। আবারো সেই একইভাবে আমা, ঝামা ইটের উপরে ছিটেফোঁটা বিটুমিন ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে রাস্তা। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বলে জানিয়েছেন পথচারীরা। রাস্তার এই দায়সারা কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শ্যামল ফেরদৌস। নির্মাণাধীন রাস্তাটির ঠিকাদারের লোকজন ছিটেফোঁটা নিম্ন মানের বিটুমিন ব্যবহার করে দ্রুতগতিতে রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছে।সরকারি নিয়ম অনুযায়ী বিটিসিএলের বিটুমিন ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার তা করছেন না। স্থানীয় আব্দুর রাজ্জাক জানান, ‘রাস্তা নির্মাণে বিটুমিন কোনো রকম না দেয়ার মতো দিয়ে গেছে।’ বিটুমিন দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কালিগঞ্জ উপজেলার এলজিইডি অফিসের কার্য সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘হ্যাঁ দিয়েছি, আমরা চেষ্টা করে যাচ্ছি কাজটা ভালো করার জন্য।’ বিটুমিন ছাড়াই রাস্তা নির্মাণের অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শ্যামল ফেরদৌস মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, ”তাই হয়? কে বলল আপনাকে? না,না কখনোই হতে পারেনা।” রাস্তাটির সরকারি বরাদ্ধকৃত অর্থ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আপনি কি এলজিইডি এর দায়িত্বে? এলজিইডির কাজ কি ফাঁকি দেওয়া যায়?” কালিগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজী ফয়সাল বারী’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ” বিটুমিন ছাড়া রাস্তা নির্মাণ করা যায়না। আমি সরেজমিনে যেয়ে দেখব, সত্যতা পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”