কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জ টু জীবননগর রোডে লাউতলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। এলাকাবাসী জানিয়েছে সোমবার সাড়ে ১২ টার সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকে কালীগঞ্জের লাউতালা নামক স্থানে মোটরসাইকেল আরোহী মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আলম সাধুতে উঠানোর সময় সে মারা যায় । পরে পুলিশ এসে কালিগঞ্জ থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত