
সোহেল আহমেদ, কালিগঞ্জ : দৈনিক রূপান্তর ও গ্রামের কন্ঠ বারোবাজার প্রতিনিধি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান সনেটকে নিউজ সংক্রান্ত ব্যাপারে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী আনার। মঙ্গলবার রাত সাড়ে নয়টার টার সময় কালীগঞ্জের বারোবাজারে এ ঘটনা ঘটেছে। জানা গেছে সাংবাদিক সনেট আনার বিরুদ্ধে খবর লেখায় আনারও আপত্তিকর তথ্য দিয়ে ফেসবুকে লেখালেখি করলে সাংবাদিক আসাদুজ্জামান সনেট ও আনার মধ্যে কথা কাটাকাটি হয়। পূর্বের এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা দিন রাতে সাংবাদিক আসাদুজ্জামান সনেট বাড়িতে যাওয়ার সময় বাজে ডিহি গ্রামের মৃতু ফশিয়ারির ছেলে বিএনপি’র কর্মী মোঃ আনার চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জকম করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে আনার পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা হাসপাতালে ছুটে এসে তার চিকিৎসা খোঁজ খবর সহ বিভিন্ন সহযোগিতা করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ হাসপাতালে আসে এবং থানায় মামলা হলে আসামিকে গ্রেফতারের আশ্বাস দিন।

