কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জ শহরে এবং সড়ক মহাসড়কে হাতির মাউত হাতী দিয়ে চাঁদাবাজি করছে। শনিবার বেলা এগারোটার সময় ঢাকা খুলনা মহাসড়কে গাড়ির গতিরোধ চাদা আদায় শেষে কালিগঞ্জ উপজেলা শহরে ঈদের সময় দোকানে দোকানে সাধারণ মানুষদের জিম্মি করে চাদা তুলে বেড়াচ্ছে। এতে শিশু ও মহিলারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। প্রতি দোকান থেকে ২০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত টাকা নিচ্ছে। টাকা না দিলে দোকান থেকে সরে যাচ্ছে না। রাস্তায় ছোট বড় যানবাহন আটকিয়ে চাদা নেওয়া হচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষের ভিতরে অস্বস্তি বিরাজ করছে। অন্যদিকে রাস্তায় ও শহরে যানজটের সৃষ্টি করছে । হাতির মাউসোর সাথে কথা বলে জানা গেছে, দি লায়ন্স সার্কাসের হাতি । এই হাতি কালিগঞ্জ হয়ে আড়পাড়া মাগুরা রাজবাড়ীর দিকে যাবে। প্রায় মাঝেমধ্যে দেখা যায় বিভিন্ন জেলার বিভিন্ন সড়কে মহাসড়কে হাতিরা প্রতিরোধ করে সাদা ফুলের এতে দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়। প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে না।