গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মুক্তিযোদ্ধার বাড়ির নিরপত্তা বেষ্টনী (কাটা তারের বেড়া) ভেঙ্গে ফেলেছে দুস্কৃতিকারীরা। বাধাদিতে গেলে প্রাণনাশের হুমকী দিয়েছে পরিবারটিকে। গত রোববার সন্ধ্যায় ওই মুক্তিযোদ্ধা এব্যাপারে রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পশ্চিম পাশের নিজ বাড়িতে বসবাস করেন কলেজটির অবসরপ্রাপ্ত প্রধান-করণিক ৮৭ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। সম্প্রতি তার বাড়ির নিরাপত্তার জন্য উত্তর-পাশের্^ রাস্তা-সংলগ্ন ও পশ্চিম সীমানায় সিমেন্টের খুঁটি ও তারকাটা দিয়ে বেড়া দেন। কিন্তু বাড়ির দক্ষিণ পাশের্^ বসবাসকারি ওয়াহিদা রহমান (হোসনা) নিজ বাড়ি থেকে রাস্তায় যাতায়াতের জন্য শনিবার সাড়ে ৭টার রাতের অন্ধকারে দিকে নিজস্ব কয়েকজন নিয়ে ৩৮টি সিমেন্টের খুঁটিসহ তারকাটার বেড়া ভেঙ্গে ফেলেন। এসময় সিদ্দিকুর রহমান ও তার অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে আমিনুর রহমান সিকদার তাদেরকে বাঁধা দেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার খবর পেয়ে সরেজমিন গেলে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাদের প্রতিবেশী মোঃ দুলাল হোসেন মোল্লা (৫৫) ও মোঃ এহসান আলী সরদার (৬২) সহ আশপাশের লোকজনের সঙ্গে। তারা জানান, এশা’র নামাজের সময় মসজিদে যাওয়ার পথে তারা সুন্দর বেড়া দেখেছেন; কিন্তু নামাজ শেষে ফেরার পথে দেখেন বেড়া ভেঙ্গে ফেলা হয়েছে।
মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিকদার জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, এব্যাপারে তিনি ওয়াহিদা রহমান (হোসনা) ও তার স্বামী বশির আহমেদসহ আরও দু’তিন জনের বিরুদ্ধে রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বরাবরে অভিযোগ করেছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বাবুল আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত