যশোর অফিস : যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজে কাস্টম বিভাগের সিপাই পদে পরীক্ষা দিতে এসে প্রায় শতাধিক অংশগ্রহণকারী পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার সকাল দশটার দিকে স্কুল এন্ড কলেজের সামনে পরীক্ষা বঞ্চিতরা এই বিক্ষোভ প্রদর্শন করে। বঞ্চিতদের দাবি অবিলম্বে চলতি পরীক্ষা বন্ধ করে সকলের অংশগ্রহণে পুনরায় পরীক্ষার দাবি জানান। বাহাদুরপুর এলাকার আল মামুন অভিযোগ করে বলেন ২০১৬ সালে তিনি কাস্টমস এর সিপাই পদে আবেদন করেন। ২০১৯ সালে ২৩নভেম্বর শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২৯ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য অনুমোদিত হন। কিন্তু ওই পরীক্ষাটা অফিসিয়াল বিভিন্ন সমস্যার কারণে স্হগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষায় গ্রহণ করতে পারবেন বলে কাস্টম কর্তৃপক্ষ উত্তীর্ণদের জানান। পরবর্তীতে ২০২২ সালে পুনরায় সেপাই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কাস্টম কর্তৃপক্ষ। এ সময় ১৬ সালের উত্তিন্নদের অংশগ্রহণ করতে পারবে বলে কাস্টম কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়ে দেন। সেই অনুযায়ী শুক্রবার কাস্টমসের সেপাই পদে নিয়োগ পরীক্ষা দিতে আসলে প্রায় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে বিক্ষোভ প্রদর্শন করে। শুধু আলামিন নয় তার মতন কুলসুম আক্তার, লিখন শিকদার সিরাজুল হক সহ তাই সকল পরীক্ষার্থী একই দাবি জানিয়ে আসছেন।
কাস্টমসের যুগ্ম কমিশনার যুগ্ম কমিশনার আব্দুর রশিদ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। এদিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারাই শতাধিক পরীক্ষার্থী বেলা ১১ টার যশোর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। এর আগে যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের সামনে থেকে পদ যাত্রা শুরু করে পরীক্ষার্থীরা।