জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে কিশোরগঞ্জের তিনটি আসনে সাবেক তিন রাষ্ট্রপতির সন্তানেরা জয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে তিনটি আসনের উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর (লিপি)। নৌকা প্রতীকে লড়ে জয়ী হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আপন বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য (নৌকা) রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান (পাপন)। তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ছেলে।
এ ছাড়া কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দকে (নৌকা) পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জয় পেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (লাঙ্গল) ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য মো. আফজাল হোসেন (নৌকা) জয়ী হয়েছেন।
জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটার ছিলেন ২৫ লাখ ৩৩ হাজার ৬৮৫ জন। তার মধ্যে নারী ভোটার সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ২৫৫ জন ও পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪১৪ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১৬ জন।