এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহি ট্রলার এবং স্পিডবোর্ডের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং তিনজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি স্পিড বোর্ড ভোলা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসতেছিল। বিপরীত মুখী একটি যাত্রবাহী ট্রলার বরিশাল থেকে যাওয়ার পথে কড়াইতলা শাখা নদীর সম্মুখে কীর্তলা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই স্পিড বোর্ডের একযাত্রী নিহত হ এবং তিনজন যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হয়। নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, স্পিড বোর্ডে কমপক্ষে ১০ জন যাত্রী নিয়ে বরিশাল ডিসিঘাটের উদ্দেশ্যে আসতেছিল। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তারা একজন যাত্রীর লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিখোঁজদের সন্ধানে নদীর বিশাল এলাকাজুগে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত