রামপ্রসাদ কুন্ডু
আষাঢ় শ্রাবণের বর্ষায় মনটা আমার বড্ড অবরুদ্ধ
রাতে কদমের ঘ্রাণে প্রিয়তমার সাথে একবেলা যুদ্ধ,
সে যেন অনন্তকালের হিম বৃষ্টি ঝরে
অমৃত এক সুধায় কেন জানিনা দুজনে যায় সরে সরে।
সকাল কি দুপুরে ঐ মেঘগুলো আছড়ে পড়ে
দুর আকাশে দেখা মেলে নানা বর্ণিল পাথর ঐ আকাশে,
ঝমঝমিয়ে সেখান থেকে বৃষ্টি পড়ে
যেন আকাশ মাটি দুজনে আছে কামড়ে ধরে।
এই শ্রাবণ ধারায় তোমাকেই ভাবে অবুঝ মন
জানিনা দুজনে বেঁধেছিলাম ভালবাসার বন্ধনে কখন,
তুমিও রূপ পাল্টাও কেন জানিনা ক্ষণে ক্ষণে
মনটা কেঁদে বলে হয়তো তোমাকে পাব না এই জনমে।
তোমাকে চেয়েছিলাম বর্ষায় এই বাহু ডোরে
সেটা ছিল হয়ত কুমারী বৃষ্টির আহ্বানে
কোনও দোষ ছিল কি ঐ আধার কালো রাতের মেঘে?
হয়ত তোমাকে পাব না হৃদয় সঙ্গী করে
তবু দেব না তো দোষ
কদম ফোঁটা বর্ষায় এই প্রণয়ের……