জন্মভূমি ডেস্ক : কুমিল্লায় কিশোর গ্যাংয়ের যে কয়েকটি গ্রুপে নেতৃত্বের প্রথম সারিতে আছে তার মধ্যে রতন গ্রুপ অন্যতম। কুমিল্লার খ্যাতনামা কিশোর গ্যাং ‘রতন’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মাইনুদ্দিনকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাইনুদ্দিন জেলার মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র। এসময় পুলিশ তার কাছ থেকে একটি ছুরি (চাকু) উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খানজানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে মহড়া দেয়। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের আধিপত্যের প্রভাবের জানান দিতে এভাবে মহড়া দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। এরই জেরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এর অন্যতম সক্রিয় সদস্য মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ একটি কাচি উদ্ধার করেছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে ধারাল ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। এই গ্রুপের অন্য সদস্যদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।