
জন্মভূমি ডেস্ক : প্রায় ১৪ বছর আগে কুমিল্লার চান্দিনায় শহীদ উল্লাহ নামে এক প্রবাসীকে হত্যার দায়ে তার স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ওই প্রবাসীর মেয়েকে।
আজ বুধবার (৩০ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—চান্দিনার কাশারীখোলার বাসিন্দা শহীদ উল্লাহর স্ত্রী হাছনেয়ারা বেগম, একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. শাহজাহান, মৃত মধু মিয়ার ছেলে মো. আমির হোসেন ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. মোস্তফা (পলাতক)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শহীদ উল্লাহর মেয়ে খাদিজা বেগম।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৯ সালে ২২ নভেম্বর চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে প্রবাসফেরত শহীদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ পাঁচ আসামি শ্বাসরোধে হত্যা করেন। পরে তার মরদেহ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে ফেলে দেন আসামিরা।
এই ঘটনায় শহীদ উল্লাহর ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আজ রায় ঘোষণা করলেন আদালত।