
জন্মভূমি ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের পেছনে গরুবাহী ট্রাক ধাক্কা দিলে গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তবে পুলিশের ধারণা তিনি গরুবাহী ট্রাকের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুটিয়া এলাকায় সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়। এদিকে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেলসহ দুজন নিহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক পলাতক। এ অবস্থায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত