জন্মভূমি ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণের জন্য ট্রাকটিও জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘরিয়া মেসার্স ময়নামতি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় রোববার (১৯ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে মাদক ও ট্রাকটি জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা তন্ময় বলেন, ‘গোপন খবরে রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকটি থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তবে, পুলিশ দেখে চেকপোস্টের খানিক দূরে ট্রাকটি থামিয়ে এর চালক ও সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাক তল্লাশি করে সাতটি চটের বস্তা থেকে ১৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।