এইচএম আখতারুজ্জামান, বরিশাল : পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লাকে বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে গত সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগে পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, সাবেক মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক অনন্ত মুর্খাজিসহ ৫৮ জনের নাম উল্লেখ এবং শতাধিক অজ্ঞাতনা আসামী করে কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনসহ অনেকেই ইতোমধ্যে জামিনে রয়েছেন। তাই আওয়ামী লীগে সভাপতি ও সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আলাউদ্দিন এবং ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বেচ্ছায় পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির য়ে জামানি চাইলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন। অপরদিকে বিএনপি স্থানীয় নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গনে আসামীদের জামিনের বিরোধীতা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত