বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘কুয়েটস রোল ইন মেকিং স্মার্ট বাংলাদেশ থ্রু ইনোভেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন কুয়েটের আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, খুলনা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান ও খুলনার এডিশনাল ডেপুটি কমিশনার (এডুকেশন এন্ড আইসিটি) মুকুল কুমার মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ইনোভেশন টিমের আহ্বায়ক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত