বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ‘ইইই ডে’ শুরু হয়েছে। ‘ইইই ডে’ উদ্্যাপন উপলক্ষে শুক্রবার সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন ইউসুফ। সম্মানিত অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান এবং আয়োজক কমিটির সেক্রেটারী হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রতীক চন্দ্র বিশ্বাস। দুই দিনব্যাপী অনুষ্ঠানে এলএফআর, সসার বুট, ফিফা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, সার্কিট মাস্টার, এনএফএস, ভিএলএসআই কোডিং কনটেস্ট, কেস স্টাডি, এমএটিল্যাব ম্যানিয়া ভালোরেন্ট প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কুযেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত