
বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘রিসার্চ ইনটেগরিটি এন্ড পাবলিকেশন ইথিকস’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের ডিস্টান্স লার্নিং থিয়েটারে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ওয়ার্কশপে রিসোর্স পার্সন ছিলেন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান ও প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত স্নাতকোত্তর শ্রেনির শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।