খুবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ও চলমান আমরণ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আজ (বুধবার) সকল ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২৪ ব্যাচের) পূর্বনির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
আজ (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যা জিরো পয়েন্টে গিয়ে ব্লকেড কর্মসূচিতে রূপ নেবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন কেবল একটি প্রতিষ্ঠানের নয় সেটি দেশের উচ্চশিক্ষা-পর্যায়ের নিরাপত্তা, স্বচ্ছতা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বৃহত্তর দাবির অংশ।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আমরা কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সঙ্গে একাত্ম। তারা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে পড়াশোনার যে দাবি জানিয়েছে, সেটি শুধু তাদের নয়—সারাদেশের শিক্ষার্থীদেরই দাবি।”
আরেকজন শিক্ষার্থী জানান, “শিক্ষাঙ্গনে হয়রানি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছে, সেটি সাহসিকতার উদাহরণ। আমরা তাদের পাশে থেকে সঠিক দাবিগুলো আদায়ে সহযোদ্ধা হতে চাই।”