খানজাহান আলী থানা প্রতিনিধি : কুয়েট কর্মচারী সমিতির সাবেক নেতা রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের আইডিএম ইনস্টিটিউটের ল্যাব এ্যাটেনডেন্ট মো. ইসলামুল হক ইসলামের পিতা শেখ মো. জিয়াউর রহমান জিয়া (৭০) শুক্রবার সকাল পৌঁনে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। শুক্রবার আছরবাদ খানাবাড়ী ঈদগাহে জানাযা শেষে তাকে মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় কুয়েট রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, প্রফেসর ড. হাসান মোর্শেদ, প্রফেসর ড. মিজানুর রহমান বাদল, প্রফেসর ড. মো. ইসমাইল সাইফুল্লাহ, হুসাইন মুহাম্মদ এরশাদ, আবু হায়াদ, হাসিব সরদার, মো. পারভেজ আলম, তরিকুল ইসলাম, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ আলমগীর হোসেন, মো. এমলাক ঢালী, মো. মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, তৈয়বুর রহমান লিটন, মো. ফয়সাল হোসেন, মো. ফরহাদসহ কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ হাসিব সরদারসহ সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগন।