খানজাহান আলী থানা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এম কামাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে কুয়েট শাখা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তিলক ও সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী সিয়ামের নেতৃত্বে কুয়েট শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে। সোমবার বিকাল সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু করে। আনন্দ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এস ডাবলু সি’র সামনে এসে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়। আনন্দ মিছিল পরবর্তি সভায় বক্তৃতা করেন কুয়েট শাখা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তিলক, সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী সিয়াম। এ সময় তাহমিদুল হক ইশরাক, সাফায়েত সাইমুনসহ কুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।