খানজাহান আলী থানা প্রতিনিধিঃ সরকারি চাকুরীতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন। ৭ জুলাই রবিবার কুয়েট সাধারণ শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের দূর্বার বাংলা চত্বরে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসুচি পালন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকাট নিয়ে অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পর কয়েকজন চাকুরী প্রত্যাশী কাটা ফিরিয়ে আনতে হাইকোর্টে একটি রিট করেন। গত ৫ জুন হাইকোর্ট কোটা বাতিল করা সরকারের পরিপত্রটি অবৈধ ঘোষনা করেন। এরপর থেকে মাঠে নেমেছে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। বৈষম্যহীন ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল রবিবার কুয়েট ক্যাম্পাসের দূর্বার বাংলা চত্ত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন করেন। বেলা ১১টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন জাহিদ, নাজমুস সাবিক, দীপ কুমার কুন্ডু, জীবন, সিহাবুল ইসলাম, শোভন রায়, সন্ধি, ওবাইদুল্লাহ। এ সময় শিক্ষার্থীরা কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, কোটা বৈষম্যমুক্ত স্মার্ট বাংলাদেশ চাই, কোটা মানে ভিক্ষা মুক্তি পাক শিক্ষা’’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ট নিয়ে অবস্থান কর্মসুচিতে অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত