
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ও কাদাকাটি ইউনিয়নে একের পর এক বাড়ির বিদ্যুৎ চালিত মোটর চুরির ঘটনায় এলাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, এলাকার মানুষ তাদের বাড়ির ল্যাট্রিন ও বাড়ির প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য বিদ্যুৎ চালিত মোটরের ব্যবহার করে থাকে। গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরেরা ৫ বাড়ি থেকে ৫টি মোটর চুরি করে নিয়েগেছে। ফলে জনমনে চুরি আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতে কুল্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আরার গোবিন্দপুর গ্রামে পুলিন দাশের ছেলে সঞ্জয় দাশ ও সূর্য্য দাশের ছেলে হারাধন দাসের বাড়ি থেকে এবং মঙ্গলবার দিবাগত রাতে মাস্টার সুবোল দাশের ছেলে লক্ষ্মী দাশের বাড়ি থেকে ৩টি মোটর চুরি করে নিয়ে যায়। অপরদিকে কাদাকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাদাকাটি হিন্দুপাড়ায় মঙ্গলবার দিবাগত রাতে অজিত মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল ও নিরান বৈরাগীর ছেলে স্বপন বৈরাগীর মটর চুরি করে নিয়ে গেছে। এছাড়া কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তালাভেঙ্গে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর সকল ল্যাপটপ ও সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত