
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক কমিটির এক সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর আহবায়ক কমিটি ও ওয়ার্ড কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপক জিএম আতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, গাজী জাহাঙ্গীর কবির, খান জাহিদুল ইসলাম বাবু, কাজী আব্দুর রহমান, কাজী নাজমুস সাকিব লালন, নয়ন দাস, আবু মুসা, শেখ ইকবাল আলম বাবলু, মোঃ শারাফাত আলী, শেখ আব্দুল হামিদ, আব্দুর রাশেদ, শেখ গোলাম আইয়ুব জুলু, উত্তম আচার্য্য, মোঃ লুৎফর রহমান, মোঃ আব্দুল হাকি, শহিদুল ইসলাম, ডাঃ আব্দুর রহিম, আজিবার রহমান, রহমত আলী, গোপাল চন্দ্র প্রমুখ। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারকরনসহ ঈদের পরে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।