হুমায়ুন কবির, কুষ্টিয়া : গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে চাউলের কেজি ডেট থেকে দুই টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে দেশের বৃহত্তম দ্বিতীয় চাউলের মোকাম কুষ্টিয়ার বাজারে।
মঙ্গবার কুষ্টিয়া জেলার পৌর মিনিউসুপার মার্কেট সহ গুরুত্বপূর্ণ কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে, মোটা চাল ৪৭-৫৬ টাকা, ব্রি -২৯ চাল ৫৩- ৫৪ টাকা, নাজিরসাইল-৬৮/৬৯ টাকা,মিনাকেট ৬৫- ৬৬টাকা, কাঁটারী ভোগ ৬৪-৬৫, বাঁশ মতি ৭৮-৭৯ টাকা প্রতি কেজি খুচরা পর্যায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা কেজি, রসুন ১৯০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
গরু ও মহিষের মাংস ৭৫০-৮০০ টাকা,খাসির মাংস ৯৫০-১০০০ টাকা কেজি, বকরি ছাগল ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা, দেশী মুরগী ৫৫০থেকে ৫৭০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, সোনালি মুরগি ৩৪০টাকা,লেয়ার ৩৪০-৩৬০ টাকা কেজি, পাতি হাঁস ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি, রাজ হাঁস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফার্মের মুরগির ডিম ৫০ টাকা হালি, দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি। হাসের ডিম -৬৫ টাকা হালি।
আলু ৫৫-৫৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সকল প্রকার মসলার দাম উর্দ্ধমুখী।
চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ ১৮০টাকা থেকে ৩৫০ টাকা কেজি । মুক্ত জলাশয় ও কালিগঙ্গা এবং পদ্মা নদীর মাছ প্রকারভেদে ৭০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচ ১৫০-১৬০ টাকা কেজি, শুকনা মরিচ ৪০০-৪২০ টাকা, বেগুন ৫০-৬০টাকা, করলা ৬০-৭০ টাকা কেজি, পটল ৬০-৬৫ টাকা কেজি, চিচিঙ্গা ৩০-৩৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, কচুঁর লতি ৫৫-৬০ টাকা কেজি, লাউ প্রতি পিচ ৫০থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, শোশা ৬০থেকে ৬৫ টাকা কেজি, নাজনে ১২০ থেকে ১৪০ টাকা কেজি, কাচা কলা হালি ২০ থেকে ২৫ টাকা, মুখিকচু ৯০ থেকে ৯৫ টাকা প্রতি কেজি, চাল কুমড়ো ২০ থেকে ৩০ টাকা, পেঁপে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে।
কুষ্টিয়ায় চাউল এর দাম কেজিতে দের থেকে দুই টাকা বৃদ্ধি
Leave a comment