কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুলতান উল আলম লিংকন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিংকনের মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মোশাররফপুর এলাকায় লিংকনকে ছুরিকাঘাত করা হয়। নিহত লিংকন একই এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, মোশাররফপুর এলাকার করিম বক্সের ছেলে শাহিন মল্লিক ও রাজ্জাক মল্লিকের সঙ্গে লিংকনের পূর্ব শত্রুতা ছিলো। গতকাল সন্ধ্যায় লিংকনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে গুরুতর জখম হন লিংকন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরের দিকে তিনি মারা যান। মিরপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, হত্যার ওই ঘটনায় নিহতের বাবা আবদুর রশিদ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত