কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি’র ডাকে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে কুষ্টিয়া জেলায় দূরপাল্লার কোন গাড়ি না চললেও আভ্যন্তরীক রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এক রকম ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি।
সোমবার সকাল থেকে বিএনপির কোন পিকেটিং না থাকায় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। ফলে বিএনপি ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি এখন প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলায়।
তবে প্রশাসনিক ব্যাপক ধরপাকর ও তৎপরতা প্রতিটা মুহূর্ত লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই কেউ কোনো না কোনো এলাকা থেকে বিএনপির নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হচ্ছে। বিএনপি’র অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
তবে পুলিশ বলছে বিভিন্ন মামলার এধারভুক্ত যার আসামী এরা তাই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।
গত দুইদিন আগ থেকেই বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় কুষ্টিয়ার জেলার তালাবদ্ধ অবস্থায় এবং পুলিশি পাহারা অবরুদ্ধ রয়েছে।
অভ্যন্তরী রুটে লোকাল বাস, মাহেন্দ্র, ইজিবাইক সিএনজি ও অটো রিক্সা সহ ব্যক্তিগত গাড়ির বেশ আধিক্য রয়েছে সড়ক মহাসড়ক ও শহরের মাঝে।
টানা ৪৮ ঘণ্টা অবরোধের কারণে নিত্য পণ্য ও কাচা মাল শাক সবজির দাম কিছুটা নিম্নমুখী পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন শীত এসে যাওয়ায় সবজির উৎপাদন বেশি হওয়ায় এবং অবরোধ হরতালের কারণে দুরপাল্লার গাড়ি গুলো সবজি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় এ নিম্নমুখী সবজির দাম উপলব্ধি করা যাচ্ছে।
অবরোধ কেটে গেলে অবশ্য এর ব্যতিক্রম হতে পারে বলেও আশঙ্কা করছে বাজার পরিদর্শকগণ।
এদিকে হরতাল অবরোধকে উপেক্ষা করে সকল সরকারি দপ্তর, অফিস আদালত, ব্যাংক বীমা ও সরকারি আধা সরকারি স্কুল কলেজ যথারীতি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে।
কুষ্টিয়া জেলার উপরে বয়ে যাওয়া রেলপথের কোন বাঁধা ছাড়াই যথারীতি গন্তব্যের দিকে অন্যান্য দিনের মতো যাতায়াত অব্যাহত রয়েছে।
বিএনপি ডাকে ৪৮ ঘন্টা অবরোধ খাতা কলমে থাকলেও কুষ্টিয়া জেলায় তেমন প্রভাব পড়েনি বলে সাধারণ জনগণ দাবি করছেন।
কুষ্টিয়ায় ঢিলে ঢালা ভাবে বিএনপি’র অবরোধ
Leave a comment