হুমায়ুন কবির, কুষ্টিয়া : কুষ্টিয়া-রাজশাহী গামী নিরাপদ এন্টারপ্রাইজ গাড়ি ভাঙচুর, চালক ও হেলপারকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার আনুমানিক ১১টার সময় মিরপুর উপজেলার খাদিমপুর রাস্তার পাশে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটে।
এবিষয়ে মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিরাপদ পরিবহনের চালক আব্দুল আলিম।
অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সদস্যভুক্ত নিরাপদ পরিবহনের ব্যানারে ঢাকা মেট্রো ব-১৪-৮৬৩৬ নং বাস সকাল ১০.২৫ মিনিটে কুষ্টিয়া আন্তঃজেলা কাউন্টার থেকে রাজশাহী অভিমুখে যাওয়ার পথে আনুমানিক ১০ টা ৫০ মিনিটে আট মাইল নওদা খাদিমপুর পৌঁছালে রাস্তার দুই পাশে মানববন্ধনকারীরা কোন কারণ ছাড়াই হঠাৎ গাড়ির উপর হামলা চালায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা আহত হয় একই সাথে গাড়ির ড্রাইভার ও হেল্পারকে মারধর করে এবং গাড়ির সামনের ও দুই পাশের সকল গ্লাস ভাঙচুর করে। এতে প্রায় এক লক্ষ টাকা ক্ষতি হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, আমি শুনেছি একটি মার্ডার মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন চলছিল সেখান থেকে একটি গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে। তবে এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আমি পায়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত