জন্মভূমি ডেস্ক : বিএনপির এক সময়ের ঘাঁটি কুষ্টিয়ায় কোনোভাবেই সক্রিয় হতে পারছেন না নেতা-কর্মীরা। একের পর এক মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীই ঘরছাড়া। জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতা-কর্মী কারাগারে বন্দী। এতে নেতা-কর্মীদের মাঝে মামলা ও গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে জেলা বিএনপির নেতা-কর্মীরা বেশ উদ্বিগ্ন। কেন্দ্র থেকে আন্দোলনের কর্মসূচি জোরদারের নির্দেশ দেওয়া হলেও কোনোভাবেই মাঠে নামতে পারছেন না নেতা-কর্মীরা। বিএনপি বলছে, মামলায় জর্জরত নেতা-কর্মীরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে রয়েছেন। জেলার ছয় উপজেলার পাঁচ হাজার নেতা-কর্মী ঘরছাড়া।
জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে কুষ্টিয়ায় রেকর্ডসংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে ২৪টি মামলা হয়েছে, যার সব মামলার বাদীই পুলিশ। জেলায় সবচেয়ে বেশি ১২টি দলীয় মামলা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। এরপরই রয়েছে কুমারখালী ও মিরপুর থানায় তিনটি করে এবং দৌলতপুর ও ভেড়ামারা থানায় দু’টি করে মামলা হয়েছে।