ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও অবৈধ স্টার ফ্রুট স্রাপ জব্দ করেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোর পর্যন্ত কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শুড়শুড়ী বাজারে তিনটি গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর, কুষ্টিয়া ও পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া-এর নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃজাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ২১,০৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩,৯০৮ বোতল স্টার ফ্রুট স্রাপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং অবৈধ ফ্রুট সিরাপ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত