কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের রেল সেতু থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
১৫ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গড়াই নদীর ওপর অবস্থিত রেল সেতুর জয়নাবাদ অংশে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া বড় স্টেশন ফাঁড়ির ইনচার্জ মুরাদ হোসেন। তিনি বলেন, নিহত ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক তথ্য জানা যাবে।
স্থানীয়দের বরাত দিয়ে মুরাদ হোসেন জানান, রবিবার সকালে রেল সেতুর ওপর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। বৈরী আবহাওয়া হওয়ায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত