
কুষ্টিয়া প্রতিনিধি: কিস্তির টাকা পরিশোধ করতে না পেয়ে কৃষকের বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করেছে। বিষপানকারী কৃষক হান্নান শেখ (৩৮) কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত আমানত আলী শেখের ছেলে ।
বুধবার সকাল দশটার সময় কৃষক হান্নান শেখ (৩৮) বাড়িতে থাকা অবস্থায় এনজিও কর্মীরা কিস্তির টাকা নিতে আসে। ঘরের ভেতর থেকে টাকা আনতে যাওয়ার কথা বলে ঘরে রাখা বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে।
পরে বাড়ির প্রতিবেশীরা হান্নান শেখকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জরুরি বিভাগের ডাক্তার মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দিয়ে আন্তঃ বিভাগে ভর্তি করেন। কৃষক হান্নান শেখ আশঙ্কা মুক্ত নয় বলেও সাংবাদিকদের জানান।
কৃষক হান্নান শেখের স্ত্রী আসমা পারভীন জানান, বাড়িতে ঘর করার সময় এক বছর আগে পাঁচ টি এনজিও সংস্থার কাছ থেকে আট লক্ষ টাকা লোন তোলেন কিস্তি আকারে। বেশকিছু কিস্তি পরিশোধ হয়ে গেছে, আজকে (বুধবার) কিস্তির টাকা দিতে না পেরে ক্ষোভে অভিমানে বাড়িতে রাখা ঘরে রাখা বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।
বর্তমানে অসুস্থ হান্নান শেখ খোকসা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।