কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর তেঁতুলতলা নামক স্থানে নসিমনে চাকা খুলতে গিয়ে টায়ারের রিং ছুটে মুখে লেগে চালক লালন পরামানিক (২৭) মৃত্যু হয়েছে।
মৃত লালন পরামানিক খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের লালেপাড়া, বরইচারা গ্রামের নুর আলী পরামানিকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা পোনে বারোটার সময় উপজেলার শোমসপুর রেলগেটের পাশে তেতুলতলা নামক স্থানে নিজের গাড়ি নসিমনের চাকা খোলার সময় অসাবধানতা বসত চাকার রিং ছুটে মুখে লেগে গুরুতর আহত হয়। আহত নসিমন চালক লালন পরামানিকের চাচা টিপু সর্দার উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন।
জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ইফফাত জাহান তনুজা প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় আহত নসিমন চালক লালন পরামানিকের মৃত্যু হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এইমাত্র ঘটনাটি ঘটেছে। তদন্তপূর্বক আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার খোকসায় দুর্ঘটনায় নসিমনের চালকের মৃত্যু
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2025/02/06-02-2025-330x220.jpg?v=1738826874)
Leave a comment