কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুরে নৌকার অফিস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। বুধবার ভোর রাত চারটার সময় ঘটনাটি ঘটেছে।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থী সেলিম আলতা জর্জ ও ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ এর সমর্থকরা একে অপরের দোষারোপ করে বেশ কয়েকটি হামলা মামলা ভাঙচুর অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছে তারই জের ধরে দুর্বৃত্তরা নৌকার অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ জানান, রাত পৌনে চারটার সময় আগুনের সূত্রপাত হয়। কে বা কারা আগুন লাগিয়ে অফিস থেকে সম্পূর্ণ ভূষ্মীভূত করে ফেলে। সামিয়ানা টাঙানো অফিসে ভাংচুর ও পোস্টাল সম্পূর্ণ পুড়ানো অবস্থায় পাওয়া যায়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত