
কুষ্টিয়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত এমপি আব্দুর রউফ শপথ গ্রহণ করে ফিরে এসেই নিজ এলাকায় কুমারখালী কুন্ডুপাড়া বাসায় খোকসার কুমারখালীর বাইস্তা ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মতো বিনিময় ও আলোচনা সভা করেন।
শনিবার বেলা এগারোটার সময় কুমারখালী কুন্ডু পাড়া নিজ বাসায় আলোচনা সভায় নেতাকর্মী সকলকেই শান্ত হয়ে কুমারখালী খোকসা বাসীর জীবন মান উন্নয়নের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সহিংসো হানাহানি ও ভাঙচুর কখনো কোন কল্যাণ বয়ে আনতে পারেনা। আর সেজন্যই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সকলকে কাজ করতে হবে।
হামলা মামলা ভাঙচুর ও মামলা মোকদ্দমায় কখনো কোন কল্যাণ আসে নাই। আসে জন্যই ধৈর্য ধরে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন জাফর, খোকসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক সহ কুমারখালী ও খোকসার ২২ টা ইউনিয়নের নির্বাচনকালীন নির্বাচিত প্রতিনিধি কন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের ক্ষোভ রাগ ভুলে যে ঐক্যবদ্ধভাবে সকলকে একে অপরের সকল সৌহার্দ্যপূর্ণ আচরণে বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রায় দুই ঘন্টা ব্যাপী বিভিন্ন আলাপ-আলোচনার পরে দুপুর ১ টার সময় উক্ত মতবিনিময় ও আলোচনা সভার সমাপ্ত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ নিয়ে এলাকায় ফিরে আসায় এলাকার সকলের দীর্ঘায়ু কামনা করে জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

