কুষ্টিয়া প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়াজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ সোমবার সকাল সাড় ১০ বিশ্ববিদ্যালয়র কদ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তালন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকির উদ্বাধন করেন উপাচার্য প্রফসর ড. নকীব মাহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহায়ক অধ্যাপক ড. মাঃ আলীনূর রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলন। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। উপাচার্য়র নেতিত্বে র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ প্রসিডট জিয়াউর রহমান অর্পিত ভিত্তি প্রস্তর পুস্পমাল্য অর্পণ করন। পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসসিতে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ প্রদর্শনীর উদ্বাধন করেন উপাচার্য প্রফসর ড. নকীব মাহাম্মদ নসরুল্লাহ।