কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসার মডেল মসজিদ থেকে দুই নামাজির দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় চোরচক্র তালা ভেঙ্গে দুটি মোটরসাইকে চুরি করে নিয়ে যায়। চোরেরা আরও তিনটি মোটরসাইকেলের তালা ভেঙ্গে রেখে যায়া। চুরি যাওয়া মোটর সাইকেল দুটি একটির মালিক প্রিন্স মাহামুদ। অপরটির মালিকের নাম রিপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার ফরজ নামাজ শেষ করার সাথে সাথে একটি মোটরসাইকেলের মালিক ঘটনা টের পেয়ে মসজিদ থেকে বাইরে আসেন। এ সময় মসজিদের ভিতরে এ খবর পৌচ্ছে যায়। নামাজিরা বাইরে আসার পার দুটি মোটরসাইকেল চুরির ঘটনাটি টের পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী শফিকুল অভিযোগ করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্সে মধ্যে মডেল মসজিদ। কিন্তু এখানে যথেষ্ট নিরাপত্তা নেই। নৈশ প্রহরির পদ থাকলেও লোক নিয়োগ হয়নি। তিনি আরও বলেন, তার মত অনেকে মোটরসাইকেল রেখে নামাজে আসে কিন্তু তাদের নিরাপত্তা নেই।
প্রিন্স মাহামুদের শ্বশুর আল নবী হার্ডওয়ারের মালিক গোলাম ছরোয়ার জানান, মসজিদে জুমার নামাজ চলাকালে তার জামাতার সাইকেলটি চুরি হয়েছে। থানায় অভিযোগ দিয়ে সাইকেল পাওয়া যায় না। এক সপ্তাহের ব্যবধানে তার পরিবারের তিনটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
মসজিদের ইমাম আরিফুল ইসলাম জানান, আগেও নামাজের সময় ব্যাটারি চালিত পাখি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। আজও জুমার নামাজের সময় এক সাথে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা হয়েছে আগামীতে জুমার নামাজের সময় পাহারার ব্যবস্থা করা হবে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, জুমার নামাজের সময় উপজেলা মর্ডেল মসজিদ থেকে দুটি মোটরসাইকেল চুরি গেছে। মালিকরা কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।