কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর রেল স্টেশন সংলগ্ন গো-হাটের পাশে মল্লিক ট্রেডার্স নামে একটি সার বীজের দোকানে দুর্ধর্ষ চুরি করেছে চোর-চক্ররা।
শুক্রবার রাতে চোর চক্ররা ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে মূল্যবান পেঁয়াজের বীজ ও নগত অর্থ চুরি করে নিয়ে গিয়েছে বলে জানান মল্লিক ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান।
শনিবার সকালে দোকানের শাটার খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন তার দোকানের সকল মালামাল তসনস ক্যাশের ড্রয়ারের পালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। পরে উপরের দিক তাকিয়ে দেখে ঘরের টিনের চাল খোলা। দোকানে পেঁয়াজের বীজ ও ক্যাসের ড্রয়ারের তালা ভাঙ্গা।
তাৎক্ষণিকভাবে বাজার কমিটি ও থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশের একটি টিম তদন্ত করতে বাজারে ছুটে আসেন।
খোকসা থানা পুলিশের তদন্তে জানা গেছে দোকান থেকে ৭৫ টি পেঁয়াজের বীজের কৌটা যার আনুমানিক ওজন ১১ কেজি পেঁয়াজের বীজ ও ড্রয়ারে থাকা নগদ ৬০,০০০ টাকা চোরচক্র নিয়ে গেছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গত শুক্রবার রাতে সার-বীজের একটি দোকানের টিন খুলে পেঁয়াজের বীজ ও নগদ টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইন আনুক ব্যবস্থা গ্রহণের করা হচ্ছে । অতি দ্রুতই চোরদেরকে শনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া হবে।