
ভেড়ামারা প্রতিনিধি : ভূমি সেবা সপ্তাহ ২০২৪ কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। কুষ্টিয়া জেলা প্রশাসক এর আয়োজনে জেলা প্রশাসক এর সভা কক্ষে রাজস্ব কমিটির সভায় স্মার্ট ভূমি সেবা এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকূতিস্বরূপ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার শ্রেষ্ট কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার।
উল্লেখ্য ভেড়ামারা উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উন্নয়ন কর এক বছরে আদায় হয় ২ কোটি ৫২ লক্ষ ৪শত ৬৭ টাকা। ১ বছরের রেন্ট সার্টিফিকেট মামলার সংখ্যা ২৫ টি মামলা নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২৫ টি। এছাড়াও ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের কাজের দক্ষতার উপর ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। হাটবাজারে মধ্যে ভূমি বিষয়ক প্রচারণা চালানো হয়। আগত সেবা প্রত্যাশীদের বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। অবৈধ দখলদার হতে খাস জমি উদ্ধার করা হয়। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসাইন জানান, আমি ভেড়ামারা উপজেলায় যোগদান করার পর থেকে দীর্ঘদিনের বকেয়া করা দায়ের উপর বিভিন্ন সেমিনার, লিফলেট, সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে ২ কোটি ৫২ লক্ষ ৪৬৭ টাকার কর আদায় করতে সক্ষম হয়েছি আগামীতে সবার সহযোগিতায় এর ধারাবাহিকতা অব্যাহিত থাকবে।